জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ায় দুদকের করা মামলায় পলাতক তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান বৃহস্পতিবার এ দিন নির্ধারণ করেন।
এর আগে গত ৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। গত ১৯ জানুয়ারি ক্যান্টনমেন্ট থানার ওসি তারেক ও তার স্ত্রীর কোনো মালামাল পাননি বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর ৩০ জানুয়ারি তাদেরকে হাজির হতে সংশ্লিষ্টদের গেজেট প্রকাশের নির্দেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
গেজেটের উদ্ধৃতি দিয়ে আদালত বলেন, এর আগে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও গ্রেপ্তার এড়াতে তারা বিদেশে চলে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেনি। ৬ ফেব্রুয়ারির পর উপস্থিতির সুযোগ না থাকায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে বলে আদেশে বলা হয়। তারেক ও জোবায়দা ২০০৮ সাল থেকে লন্ডনে রয়েছেন।
এর আগে গত বছরের ২৬ জুন তারেক ও জোবায়দাকে ’পলাতক’ ঘোষণা করে চার কোটি ৮২ লাখ টাকার দুর্নীতির মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা মামলায় গত ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘদিন তাদের নাগাল না পাওয়ায় গত ৫ জানুয়ারি তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।