আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য খাতের কোম্পানি রহিমা ফুড। এই কোম্পানিটি অনেক দিন পর আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ফু ওয়াং ফুড। খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে খাদ্যভিত্তিক কোম্পানিগুলো এগিয়ে আছে। এককভাবে কোনো খাত মূল্যবৃদ্ধির শীর্ষে নেই।
আজ বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এর মধ্যে ডিএসএক্স সূচকের পতন হয়েছে ৪ দশমিক ৭ পয়েন্ট; ডিএসইএস সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৬৬ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ৩ দশমিক ৬৭ পয়েন্ট।
বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ২০২০ কোটি টাকার শেয়ার।
এই সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা রহিমা ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৭ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা ফুওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ টাকার।