টেলিযোগাযোগ বিচ্ছিন্ন, গাজায় মানবিক সহযোগিতা কার্যক্রম একেবারে স্থগিত: জাতিসংঘ

0
88
গাজা

গাজায় টেলিযোগাযোগ বিচ্ছিন্নের কারণে জাতিসংঘের মানবিক সহযোগিতা কার্যক্রম ‘পুরোপুরি স্থগিত’ করতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনের গাজায় সবশেষ পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে গিয়ে এমনটি বলেছে জাতিসংঘ। খবর: আলজাজিরা’র

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে গাজার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা।

বিপদগ্রস্ত মানুষজনের প্রাণ-বাঁচাতে তথ্য সরবরাহ ব্যবস্থা চালু রাখা জরুরি ছিল। কিন্তু ইসরায়েল গাজায় স্থলপথের আক্রমণের আগমুহূর্তে গাজার জরুরি নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ করে দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.