ঘূর্ণিঝড় হামুন: এখনও প্রায় ৭ লাখ মানুষ বিদ্যুৎহীন

0
97
হামুনে প্রভাবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় সোয়া সাত লাখ গ্রাহক এখনও বিদ্যুৎহীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা হবে। আশা করা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার ভিতরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আরও দ্রুত লাইন সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী গ্রাহকদের একটু ধৈর্য ধরার ও সহযোগিতা করার অনুরোধ জানান।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে (পিবিএস) সাড়ে চার লাখ এবং চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতিতে চার লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এরই মধ্যে কক্সবাজারে ৫৫ হাজার এবং চট্টগ্রাম-১ পিবিএসে এক লাখ ৩০ সংযোগ পুনসংযোগ করা হয়েছে। প্রায় ৭০০ জনবল ১৬৩ গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে।

পাশাপাশি চট্টগ্রাম পিবিএস-২ ও চট্টগ্রাম পিবিএস-৩ থেকে অতিরিক্ত লোকবল ও ঠিকাদারকে কক্সবাজার জেলায় পাঠানো হয়েছে।

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গ্যাস সরবরাহে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.