সংগীতশিল্পী হিসেবেই জেফার রহমানকে চিনত সবাই। তবে চরকি অরিজিনাল ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ছবির লুক প্রকাশ্যে আসতেই জেফারকে দেখে চমকে গেছেন সবাই। ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

গায়িকা হিসেবে যথেষ্ট জনপ্রিয় জেফার। কিছুদিন আগে মুক্তি পাওয়া গান ‘ঝুমকা’ স্পটিফাই, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সঙ্গে গানটি গেয়েছেন জেফার রহমান, গানের অন্যতম গীতিকারও তিনি, ইনস্টাগ্রাম

এর আগেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন জেফার। জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা ‘ন ডরাই’-এ প্লেব্যাক করেছেন, সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন, ইনস্টাগ্রাম
‘মনোগামী’ দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে আসছেন জেফার। ছবিটিতে তিনি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে, চরকির সৌজন্যে

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন, ‘সংগীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু “মনোগামী”র মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিংও। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা ও সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের, তবে ভীষণ রোমাঞ্চকরও বটে’, চরকির সৌজন্যে
ছবিতে তাঁর অভিনয় প্রসঙ্গে ফারুকী বলেন, ‘জেফার রহমানকে আমরা সংগীতশিল্পী হিসেবে চিনি। এখানে তাঁকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাঁকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে’চরকির সৌজন্যে