আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলবে। এছাড়া ১৫ মার্চ মেট্রোরেলের মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন চালু হবে। দিয়বাড়ী থেকে আগারগাঁও রুটের (এমআরটি-৬) বাকি দুই স্টেশন শেওড়াপাড়া ও উত্তরা সাউথ চলতি মাসেই চালু হবে। এর মাধ্যমে এই রুটের ৯টি স্টেশনই চালু হবে।
বৃহস্পতিবার মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
এম.এ.এন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি পূরণ হবে। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলছে। তবে আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত চলবে ট্রেন।
তিনি বলেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।
৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি-৬ লাইনের নির্মাণ কাজ চলছে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। শুরুতে এই দুই স্টেশনের মধ্যে ট্রেন চললেও, পরবর্তী দুই মাসে পর্যায়ক্রমে উত্তরা সেন্টার, পল্লবী ও মিরপুর ১০ স্টেশন চালু হয়েছে। চলতি মাসে আগারগাঁও-দিয়াবাড়ী অংশের বাকি চার স্টেশন চালু হবে। সব স্টেশন চালুর পর ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে ট্রেন।
ডিএমটিসিএল আশাবাদী আগামী ডিসেম্বরে ৮ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ আগারগাঁও-মতিঝিল অংশ চালু হবে। এই অংশের নির্মাণ কাজের অগ্রগতি প্রায় ৯৩ শতাংশ। ২০২৫ সালের জুনে ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ মতিঝিল-কমলাপুর অংশ চালু হবে। গত নভেম্বরে ঠিকাদারের সঙ্গে চুক্তি সই হলেও এই অংশের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি।