টানা তিন দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে সড়কের পাশের দোকানপাটও। কেথাও কোমরপানি, কোথাও হাঁটুপানি। এমনকি উড়ালসড়কেও পানি জমতে দেখা গেছে। অনেক যানবাহনে পানি ঢুকে বিকল হয়ে গেছে। দেখা দিয়েছে যানজট। চলাচলকারীরা পড়েছেন দুর্ভোগে। জমে যাওয়া পানি থেকে মালামাল রক্ষা করতে দিন পার করছেন বাসাবাড়ির বাসিন্দা ও দোকানিরা। আজ রোববার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।
পানিতে তলিয়েছে রাস্তা। তার মধ্যেই চলছে রিকশা। নগরীর বাদুড়তলা এলাকায়
বৃষ্টির মধ্যে হাঁটুপানিতে সাইকেল চালিয়ে গন্তব্যের দিকে যাত্রা। নগরীর কাপাসগোলা এলাকায়
ডুবে গেছে দোকানপাট। নগরীর চকবাজার বাদুড়তলা সড়ক
জলাবদ্ধতার কারণে উড়াসড়কেও যানজট। নগরীর বহদ্দারহাট এলাকায়
পানির মধ্যেই রিকশায় করে গন্তব্যে যাওয়ার চেষ্টা। নগরীর বহদ্দারহাট এলাকায়
হাঁটুপানি মাড়িয়ে যাচ্ছেন এক বয়স্ক নারী। নগরীর মুরাদপুর এলাকায়
প্রায় কোমরপানি ভেঙে এগিয়ে চলেছে রিকশা। নগরীর মুরাদপুর মোড় এলাকা
পানির জন্য হাঁটাও দায়। নগরীর বহদ্দারহাট মোড় এলাকায়
সড়কজুড়ে পানি আর পানি। নগরীর মুরাদপুর এলাকায়
মসজিদের ভেতরেও ঢুকেছে পানি। নগরীর কাতালগঞ্জ এলাকায়
পানির মধ্যে শিশুকে কাঁধে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। নগরীর কাতালগঞ্জ এলাকায়