অভিনীত ‘মশারি’ ছবিটি আন্তর্জাতিক মহলে পাচ্ছে পুরস্কার ও প্রশংসা। বর্তমানে তাঁর অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। আজ আলোচিত তরুণ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের জন্মদিন। রংপুরে জন্ম নেওয়া সুনেরাহ নাচ শেখার মাধ্যমে শিল্পজগতে প্রবেশ করেন। দীর্ঘদিন র্যাম্প মডেলিংয়ে যুক্ত থাকার পর সিনেমায় আসেন এই তরুণী। জন্মদিনে দেখুন এই অভিনেত্রীর কিছু ছবি, যা হয়তো আপনার দেখা হয়নি আগে।
প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারফেসবুক থেকে

এ ছবি সুনেরাহ শেয়ার করেছেন ফেসবুকে, লিখেছেন, ‘কী খবর সবার?’ফেসবুক থেকে

ঘুরতে ভালোবাসেন সুনেরাহ। ভ্রমণের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।ফেসবুক থেকে

সাগরের তীরে সুনেরাহ।ফেসবুক থেকে

বন্ধু শরীফুল রাজের সঙ্গেফেসবুক থেকে

নাটকের দৃশ্যে তাহসানের সঙ্গেফেসবুক থেকে

ছোটবেলার ছবিফেসবুক থেকে

মায়ের সঙ্গেফেসবুক থেকে

ন ডরাই’ সিনেমার প্রথম দিনের ছবিফেসবুক থেকে

কোথাও বেড়াতে গিয়েছিলেন সুনেরাহফেসবুক থেকে

রংপুরে জন্ম নেওয়া সুনেরাহ নাচ শেখার মাধ্যমে শিল্পজগতে প্রবেশ করেনফেসবুক থেকে

করোনাকালেফেসবুক থেকে

ভ্রমণকালে সুনেরাহফেসবুক থেকে