চেহারা নিয়ে কটাক্ষ করেছিলেন আরেক অভিনেত্রী, প্রতিক্রিয়ায় যা বললেন ভাবনা

0
70
বইমেলায় ভাবনা, ভাবনার ফেসবুক

তিন বছর আগের কথা। অভিনেত্রী আশনা হাবীব ভাবনা তখন নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন। সেই সময়ে হঠাৎ তিনি পছন্দের এক জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে শুনতে পান বর্ণবৈষম্য নিয়ে কথা, যা ছিল ভাবনা ও তাঁর মায়ের সম্পর্কে। সেদিন ভাবনাকে শুনতে হয়েছিল, সে কীভাবে চিত্রনায়িকা হয়। তাঁকে ও তাঁর মাকে দেখতে অনেকটাই কাজের মেয়ের মতো।
সহকর্মীর মুখে এমন কথা শুনে সেদিন বাক্‌রুদ্ধ হয়ে যান ভাবনা। কারণ, এই সহকর্মীর সঙ্গে তাঁর প্রায়ই আড্ডা হয়, দেখা হয়, কথা হয়। তাঁদের মধ্যে সুসম্পর্ক ছিল। ভাবনা বলেন, ‘আমার বিনোদন অঙ্গনের কাছের কোনো সহকর্মী আমাকে নিয়ে এমন কথা বলবেন—এটা কখনো চিন্তাই করিনি। আমাকে সরাসরি অপমান করা বা ছোট করতে চাওয়া ছিল উদ্দেশ্য। কিন্তু এই অপমান, ছোট করা চেষ্টাগুলোই আমাকে শক্তি জুগিয়েছে। আমি কেন একের পর নায়িকা হচ্ছি—এটা সহ্য করতে পারে না কেউ কেউ। কিন্তু আমাকে যতই ছোট করুক, আমি কখনোই পেছনে তাকাইনি। আমি সব সময় চিন্তা করেছি নিজের যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে যেতে।’

সেই অভিনেত্রী সরাসরি ভাবনা ও তাঁর মায়ের সম্পর্কে বলেছিলেন, ‘ভাবনা কী করে নায়িকা হয়? ওর চেহারা তো পুরো ওর মায়ের মতো, আর ওর মা আমাদের বাসার কাজের মেয়ে রহিমার মতো।’–জানান ভাবনা। আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে যে কেউ কোনো একটা মন্তব্য করতেই পারে। কিন্তু আমার মাকে কেন এমন অপমান করা। আমি চাইলে সেদিন সেই কথার জবাব দিয়ে দিতে পারতাম। কিন্তু দিইনি। আমার মা-বাবা আমাকে সেই শিক্ষা দেননি। কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আর আমাদের সহকর্মীদের মধ্যেই অনেকেই রয়েছেন অন্যদের নানাভাবে টেনে নামাতে চান।’

এবার ভাবনার কাছে জানতে চাই, কে সেই অভিনেত্রী? ভাবনা জানান, তিনি চান না কাউকে ছোট করতে। সে একজন শিক্ষিত সংস্কৃতিমনা সহকর্মী। তাঁকে তিনি ছোট করতে চান না।

তবে ভাবনা বলেন, ‘আমরা কিন্তু এখনো একসঙ্গে কথা বলি, কখনো আড্ডা দিই। তাঁর নাম বলে ছোট করার কি দরকার। সে তাঁর মতো থাক। আমাকে ও মাকে যাঁরা ছোট করেছিলেন, তাঁদের অন্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছি। যেদিন আমাকে অপমান করা হয়, সেই দিনই আমার মাথায় আসে “কাজের মেয়ে” নামে একটি বই লিখব। যে মেয়েটি অনেক কাজের। অনেক পরিশ্রমী। এবার বই মেলায় সেই বই বেড়িয়েছে। মেলার শেষ দিনে মনে হলো পেছনের ঘটনাটা ভক্তদের জানানো দরকার।’

ভাবনার কথা, একজন কাজের মেয়ে কি মানুষ নয়? তাহলে তাঁকে ছোট করা একজন শিল্পীর কি সাজে? ‘একজন শিল্পী কি কোনো মানুষকে ছোট করতে পারে?’ -প্রশ্ন ভাবনার। তিনি বলেন, ‘আমি দেখতে কাজের মেয়ের মতো হতেই পারি। তাতে সমস্যা কী? কাজের মেয়ে কি মানুষ নয়। আর আমরা দিন শেষে কাজের মানুষই হতে চাই। তাই শিল্পী হিসেবে আমার দায়িত্ব মনে করি, সমাজের অসংগতিগুলোকে শিল্পের মাধ্যমে তুলে ধরা, প্রশ্ন তুলতে হবে। কারণ, আমি বোধহীন শিল্পী হতে চাই না।’
মঞ্চে ভাবনা
মঞ্চে ভাবনাভাবনার ফেসবুক

দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার ছোট হতে হয়েছে ভাবনাকে। তিনি বই লিখবেন, ছবি আঁকবেন শুনেও অনেকে নানাভাবে তাঁকে উপহাস করেছেন। কিন্তু এগুলো কোনো কিছুই তিনি গুরুত্ব দিতে চান না। ভাবনা বলেন, ‘আমি পরিশ্রমে বিশ্বাসী। সেটাই করে যাচ্ছি। অন্যের কথায় কান দিই না।’ বর্তমানে এই অভিনেত্রী ‘চারুলতা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। চারুলতা নিম্নবিত্ত পরিবারের মেয়ে। যে ঢাকার নিউমার্কেটের ফুটপাতে চুড়ির দোকান নিয়ে বসে। তার জীবনের গল্প নিয়েই সিনেমাটি। বর্তমানে নিউমার্কেটে শুটিং নিয়ে ব্যস্ত ভাবনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.