চুলা জ্বালানোর আগে ১৫ মিনিটের সতর্কবার্তা তিতাসের

0
126
গ্যাস

চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিটি।

রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ার এক দিন পর বাসা-বাড়িতে গ্যাস ব্যবহারের এই সতর্কবার্তা দিয়েছে তিতাস। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় এই সতর্কবার্তা দিয়ে একটি পোস্টও দেওয়া হয়।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর পূর্বে দরজা জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন। যে কোনো প্রয়োজনে তিতাস হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করুন -তিতাস কর্তৃপক্ষ।”

গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ঝাঁঝাল গন্ধ পাওয়ার খবর ফায়ার সার্ভিসকে ফোন করতে থাকেন নগরবাসী। এ বিষয়ে তিতাসের পক্ষ থেকে বলা হয় ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। ” পরে গ্যাসের চাপ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় বলে জানায় তিতাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.