চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকা থেকে কিশোর গ্যাং ‘টিন স্কোয়াড’-এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে নগরের কোতোয়ালি থানার কদমতলী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
নুরুল আবছার আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে ‘টিন স্কোয়াড’-এর সদস্যরা সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় র্যাব-৭। পরে সেখানে অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওই কিশোরদের কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
নুরুল আবছার জানান, কোতোয়ালি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই করাসহ ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিল টিন স্কোয়াডের সদস্যরা। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্রের ছবিও আপলোড করত তারা।
এই কিশোরদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর।