চট্টগ্রামে কাঁচাবাজারে লাগা আগুনে পুড়ল ৪০ দোকান

0
169
আগুনে ক্ষতিগ্রস্ত কাঁচাবাজার। ছবি-সংগৃহীত

চট্টগ্রাম শহরের পাহাড়তলী কাঁচাবাজারে আগুনের ঘটনায় ৪০টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয় বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান।

তিনি বলেন, আগুনে কাঁচাবাজারের তিনটি শেডে চাল, মুদি, সবজির দোকান মিলিয়ে চল্লিশটির মত দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ জানতে পারিনি। তবে মসলা গুঁড়ো করার দোকান থেকে আগুন লাগে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.