সানরাইজার্স হায়দরাবাদ আগেই আসর থেকে বিদায় নিয়েছে। তারাই রোববার মুম্বাই ইন্ডিয়ান্সকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। শুরুতে ব্যাট করে ২০০ রান তুলেছিল এইডেন মার্করামের দল। ওই রান ক্যামেরুনের গ্রিনের সেঞ্চুরিতে সহজে তুলে ফেলেছে মুম্বাই। ১২ বল থাকতে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে।
এই জয়ে শেষ চারে থেকে আইপিএলের গ্রুপ পর্ব শেষ করার আশা বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ৮ জয় পেলেও নেট রানের কারণে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রোহিতদের। তবে মুম্বাইয়ের জয়ে সাত জয় পাওয়া রাজস্থান রয়্যালস গ্রুপ পর্বে বিদায় নিয়েছে।
মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দরাবাদ শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৪০ রান তোলে। ভিভরান্ট শর্মা ৪৭ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৬৯ রান করেন। মায়াঙ্ক আগারওয়াল ৪৬ বলে করেন ৮৯ রান। তিনি হাঁকান আটটি চার ও চারটি ছক্কার শট।
জবাব দিতে নেমে মুম্বাই শুরুতে ইশান কিষাণকে হারায়। পরে ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা ক্যামেরুন গ্রিন ১২৮ রানের জুটি গড়েন। অধিনায়ক রোহিত ফিরে যাওয়ার আগে ৩৭ বলে আটটি চার ও এক ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন।
বাকি পথটা সম্পন্ন করেন গ্রিন ও সূর্যকুমার যাদব। অজি পেস অলরাউন্ডার ৪৭ বলে ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন। আটটি চারের সঙ্গে আটটি ছক্কা আসে দীর্ঘদেহি এই ক্রিকেটারের ব্যাট থেকে। সূর্যকুমার ১৬ বলে চারটি চারের শটে ২৫ রান তুলে দলকে জয়ের বন্দরে ভেড়ান।