ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির দুই জেনারেলকে হত্যা করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, হামলায় বিদেশি ২০ জন ভাড়াটে যোদ্ধা ও সামরিক উপদেষ্টাসহ ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হন।
বিবৃতিতে বলা হয়, গত ২৭ জুন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম পৃথক সাঁজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েন কেন্দ্রে নিখুঁত এ হামলা চালায় রাশিয়ার বাহিনীগুলো। হামলার সময় সেখানে এই সামরিক কর্মকর্তাদের ‘স্টাফ বৈঠক’ চলছিল।
গত সপ্তাহে ক্রামাতোরস্কে একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন কয়েক ডজন।