বেঞ্চে বসে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের হার দেখেছেন নেইমার জুনিয়র। বেঞ্চ থেকেই হয়তো বুঝেছেন, দলে তার খুব দরকার। ফেরার লড়াইয়ে আছেন ব্রাজিলের নাম্বার টেন। শুক্রবার টিম হোটেলে ফিটনেস অনুশীলনও করেছেন। শনিবার বল পায়ে মাঠে নামার কথা তার।
ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো লাসমার জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নেইমারের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোও একই পথে আছেন। তবে তাদের ফেরার সম্ভাবনা আছে। শনিবার বল পায়ে তারা কেমন করেন তার ওপর নির্ভর করছে অনেক কিছু।
নেইমার ও অ্যালেক্স সান্দ্রোর বিষয়ে লাসমার বলেন, ‘আমার মনে হয়, এখনও আমাদের হাতে কিছু সময় আছে এবং তাদের খেলারও সম্ভাবনা আছে। একটু অপেক্ষা করা যাক, দেখি তারা কেমন করে। তারা এখনও বল পায়ে অনুশীলন শুরু করেনি। বল পায়ে তারা কেমন অনুশীলন করে তা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গিয়ে হেরেছে ব্রাজিল। ভিনিসিয়াস, রাফিনহা না থাকায় আক্রমণ তুলেও গোল করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। রদ্রিগো গোয়েস মিডফিল্ডে ভালো খেললেও নেইমারের অভাব তার সৃজনশীলতা দিয়ে পূরণ করতে পারেননি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে সহজে জয় পাওয়া উচিত ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে পূর্ণ ফিট নেইমারকে পেতে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট শেষ ষোলোয় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতেও পারে। তবে বিশ্বকাপ যেভাবে অঘটন আর অনিশ্চয়তার জন্ম দিয়ে চলেছে সর্বোচ্চ সতর্কই থাকতে হবে তিতে ও তার দলের।