কাশিমপুর কারাগারের জেল সুপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

0
159
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ

২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ ও তার স্ত্রী নুরুন নাহার লোটাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার মামলাটি করেন দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা। শাহজাহান আহমেদ এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের দায়িত্বে ছিলেন।

দুদকের অনুসন্ধানে শাহজাহান আহমেদের নামে ৭২ লাখ ৯ হাজার ও স্ত্রী নুরুন নাহারের নামে ১ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকাসহ মোট ২ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তারা এই সম্পদের বৈধ উৎস জানাতে ব্যর্থ হয়েছেন।  অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ গৃহিণী স্ত্রীর নামে রেখেছেন শাহজাহান আহমেদ।

এজাহারে বলা হয়, শাহজাহান আহমেদ ১৯৮৭ সালে বস্ত্র অধিদপ্তরের ড্রাফটসম্যান পদে যোগদান করেন। পরে ১৯৯১ সালে ডেপুটি জেলার হন। বর্তমানে তিনি সিনিয়র জেল সুপার পদে দায়িত্বে আছেন। তিনি ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন।

দুদক জানায়, শাহজাহান আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.