করোনা: এশিয়ায় নতুন করে মৃদু ঢেউ

0
133
বৃহস্পতিবার ভারতে নতুন করে ১০ হাজার ১৫০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন।

এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এতে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর কিছুটা চাপ বেড়েছে।

মার্চের শেষ সপ্তাহে সিঙ্গাপুরের করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চে। আগস্টের পর  একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারতে। এ সময় ইন্দোনেশিয়ার দৈনিক সংক্রমণ চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এবং ভিয়েতনাম ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা জোরদার করছে। খবর- আন্তর্জাতিক অর্থবিষয়ক গণমাধ্যম ব্লুমবার্গের।

এশিয়া জুড়ে সংক্রমণ বৃদ্ধির জন্য দেশগুলো করোনার এক্সবিবি উপধরনকে দায়ী করছে। এটি অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রনের উপধরন। তবে এক্সবিবির কারণে ব্যাপক হারে গুরুতর অসুস্থতার চিত্র দেখা যায়নি।

এশিয়ায় অনেকেই এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। ফলে দেশগুলো করোনা বিধিনিষেধ শিথিল করেছে। তাই মাঝে মাঝে নতুন ঢেউ দেখা যেতে পারে আশঙ্কাও রয়েছে।

সংক্রমণ কমে যাওয়ায় সিঙ্গাপুরে গত ফেব্রুয়ারিতে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়। কিন্ত এরপর মার্চের শেষ নাগাদ সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহ আগেই সাড়ে ১৪ হাজারের মধ্যে ছিল।

বৃহস্পতিবার ভারতে নতুন করে ১০ হাজার ১৫০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যা বাড়েনি। দেশটির কয়েকটি রাজ্যে নতুন করে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ার করোনা সংক্রমণ বেড়েছে। বুধবার দৈনিক সংক্রমণ ৯৮৭-এ পৌঁছেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জোকো উইডোডো নাগরিকদের করোনার দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান।

ভিয়েতনামে গত সাত দিনে নতুন করে ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় চারগুণ বেশি। সংক্রমণ রোধে স্কুলে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তে নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.