এ বিষয়ে আলিবাবার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে এআই চ্যাটবটের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে। এদিকে বাইদু বলছে, আগামী মার্চেই ‘এরনি বট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট উন্মুক্ত হওয়ার পরপরই তড়িঘড়ি করে নিজেদের জন্য চ্যাটবট তৈরির কাজ শুরু করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আর তাই প্রতিষ্ঠানগুলোর তৈরি চ্যাটবটের কাজের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সিঙ্গাপুরভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ডিজেটটি রিসার্চের প্রধান গবেষক কে ইয়ান জানিয়েছেন, চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি চ্যাটবট তৈরির পর আইনি জটিলতা হতে পারে। কারণ, তথ্য এবং গোপনীয়তা সুরক্ষা নিয়ে চীনের আইন এখনো বেশ অস্পষ্ট। অ্যালগরিদমকে প্রশিক্ষিত করতে কোন ধরনের তথ্য ব্যবহার করা হবে অথবা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে মেধস্বত্ব আইন ভঙ্গ হয়েছ কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।