উখিয়ায় আইসের ‘সবচেয়ে বড়’ চালান জব্দ, আটক ৩

0
103
ক্রিস্টাল মেথ বা আইস।

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে। এটাই দেশে জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এগুলো জব্দ করে। এসময় পাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- বুজুরুছ মিয়া এবং তার দুই সহযোগী ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০)। তারা সবাই উখিয়ার বালুখালীর বাসিন্দা।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, খবর ছিল, পালংখালী রহমতের বিল সীমান্তের ২০ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান বাংলাদেশে ঢুকবে। সেখানে পালংখালী বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ৬-৭ জন বাংলাদেশ সীমান্তে ঢুকেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে যায়। ওই মুহূর্তে তিনজনকে আটক করা হয়। পরে ওই বস্তাগুলোতে ২১ কেজি ৯০ গ্রাম আইস পাওয়া যায়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.