ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার নিহত

0
119
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি, ছবি: এএফপি

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হয়েছেন। আজ সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়।

রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন সাইদ রাজি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন সাইদ রাজি মৌসাভি। তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সাইদ রাজি মৌসাভির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরনা বলেছে, দামেস্কের উপকণ্ঠের জেইনাবিয়া জেলায় ‘ইহুদিবাদী শাসকদের’ হামলায় মৌসাভি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করছে। তাঁকে সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড কর্পসের সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে।

সাইদ রাজি মৌসাভির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল–আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে ইরান। অপর দিকে ইরান–সমর্থিত আসাদ সরকারকে হটাতে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

আল জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.