ইউক্রেনের সাবেক এমপিকে মস্কোতে গুলি

0
84
ইলিয়া কিভাকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছিল ইউক্রেন

ইউক্রেনের পার্লামেন্টের একজন সাবেক সদস্যকে মস্কোতে গুলি করে হত্যা করা হয়েছে। ইলিয়া কিভা নামে সাবেক ওই এমপি রুশপন্থী ছিলেন। ইউক্রেনের কাছ থেকে ‘দেশদ্রোহী’ আখ্যা পাওয়া কিভাকে বুধবার রাশিয়ার মস্কোর ওডিনসোভো এলাকার একটি পার্কে গুলি করে হত্যা করা হয়।

এদিকে এ হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। দেশটি বলেছে, ইউক্রেনের অন্যান্য বিশ্বাসঘাতকদের পরিণতিও হবে একই রকম। খবর-আলজাজিরা

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার আগে তিনি ইউক্রেনের পার্লামেন্টের সদস্য ছিলেন। তবে যুদ্ধের সময় তিনি রাশিয়ায় চলে যান। সেখান থেকে প্রায়শই অনলাইনে ইউক্রেনের সমালোচনা করতেন ইলিয়া কিভা।

রাষ্ট্রদ্রোহ ও সহিংসতায় উসকানির অভিযোগে ইউক্রেনের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

রাশিয়ার তদন্তকারীরা বলেছেন, হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে তারা খুঁজছেন। ঘটনাটির তদন্ত চলছে।

তদন্ত কমিটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি ইলিয়া কিভাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার সময় কিভা বলেছিলেন, ইউক্রেনকে রাশিয়ার দ্বারা ‘মুক্ত’ করা প্রয়োজন।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেছেন, এই ধরনের পরিণতি হবে ইউক্রেনের অন্যান্য বিশ্বাসঘাতকদের, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শাসনের দোসরদের। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা জানাননি তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.