ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ‘সুপারসনিক বোম্বার’ বিধ্বস্ত

0
98

ইউক্রেনের একটি ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। খবর বিবিসির

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং বিবিসি-র যাচাইকৃত ছবিতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ জঙ্গিবিমানে আগুন লেগেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি কপ্টার-শ্রেণির ইউএভি হামলা হয়েছে। এটিকে শনাক্ত করে হালকা অস্ত্রের আঘাত হানা হয়। এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ‘সন্ত্রাসী হামলায়’ কেউ হতাহত হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানঘাঁটির পার্কিং লটেও আগুন লেগেছিল। পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।

তবে স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে একটি যুদ্ধবিমান ঘিরে ব্যাপক আগুনের কুণ্ডলী দেখতে পাওয়া গেছে। বিমানের সামনের অংশটি টিইউ-২২ এর বৈশিষ্ট্যমণ্ডিত। বিবিসি ছবিগুলো যাচাই করে বিশ্বাসযোগ্য বলেই মানছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.