আরব সংস্কৃতিকে হেয় করার অভিযোগ: এই কোরিয়ান সিরিজ নিয়ে বিতর্ক

0
140
সামির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অনুপম ত্রিপাঠি

নেটফ্লিক্সের আলোচিত কোরীয় সিরিজ ‘কিং দ্য ল্যান্ড’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে সৌদি আরবের দর্শকেরা অভিযোগ করছেন, এতে আরব সংস্কৃতিকে হেয় করা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।

নেটফ্লিক্সের পাশাপাশি সিরিজটি কোরীয় টিভি চ্যানেল জেটিবিসিতেও প্রচারিত হচ্ছে। গত ৮ ও ৯ জুলাই জেবিটিসিতে প্রচারিত সিরিজের দুটি পর্ব নিয়ে আপত্তি তুলেছেন দর্শকেরা। এতে দেখা গেছে, প্রিন্স সামির নামের এক আরব চরিত্র ব্যবসায়িক কাজে কোরিয়ায় গেছে। সামিরকে একজন ‘প্লেবয়’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যে টাকা দিয়ে সব কিনে ফেলতে চায়। সামির চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা অনুপম ত্রিপাঠি।

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই অন্তর্জালে সমালোচনার ঝড় উঠেছে। আইএমডিবিতে সিরিজের রেটিং কমতে কমতে দুইয়ে এসে নেমেছে, মন্তব্যের ঘরে অনেকে সমালোচনাও করছেন। সামির চরিত্রে আরবের বাইরের শিল্পীকে নেওয়ারও সমালোচনা করছেন কেউ কেউ।

আরব সংস্কৃতিকে হেয় করার অভিযোগ তুলে ‘কিং দ্য ল্যান্ড’ নির্মাতা আইএম হিয়োন উককে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন অনেকে। সিরিজের নির্মাতা প্রতিষ্ঠান জেবিটিসির একজন কর্মকর্তা দ্য কোরিয়া হেরাল্ডকে বলেন, ‘আমরা সব সংস্কৃতির প্রতিই শ্রদ্ধাশীল। আমরা আগামী সময়ে এ বিষয়ে আরও সতর্ক থাকব।’
১৭ জুন থেকে প্রচারে আসার পর সিরিজটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনপ্রিয়তাও পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.