উত্তর গোলার্ধে এপ্রিল মাসেই শুরু হয় বৃষ্টির আনাগোনা। অবশ্য আমাদের দেশে এপ্রিল মানে প্রচণ্ড খরতাপ। কাঠফাটা রোদ, পিচগলা রোদ কিংবা ফোসকা পড়া রোদ—কোনো বিশেষণই এই ভয়ংকর তাপকে যথার্থ তরজমা করতে পারে না যেন। এমন তপ্ত দিনে কখনো–সখনো মুহূর্তের নোটিশে দুম করে আসে বৃষ্টি। স্বস্তির এই বৃষ্টিকে ইংরেজিতে বলা হয় এপ্রিল শাওয়ার। বসন্তের মাতাল হাওয়া আর রোদ্দুরের ফাঁক গলে আসা গ্রীষ্মের এই হঠাৎ বৃষ্টির পথ ধরে আসে বর্ষা। আসে ঝলমলে মে মাস, ফুলের দিন। এপ্রিল শাওয়ারের ছোঁয়াতেই ফোটে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, হিজল, কামিনী, জারুল, জ্যাকারান্ডার মতো মনমাতানো সব ফুল। ইংরেজ লেখক জেফ্রি চসার লিখেছেন, ‘সুইট এপ্রিল শাওয়ারস/ডু স্প্রিং মে ফ্লাওয়ারস’। এপ্রিল শাওয়ার নিয়ে যুক্তরাষ্ট্রের সংগীতজ্ঞ লুইস সিলভারস ও বাডি ডিসিলভার যৌথ গান আছে। রোমান্টিক কমেডি ধারার নির্বাক সিনেমাও আছে একটি।
গ্রীষ্মের বৃষ্টি যেন এক উৎসব। আজ যদি বৃষ্টি হয়, তাহলে মেতে উঠতে পারেন বৃষ্টিতে ভেজার আনন্দোৎসবে। কারণ আজ ২২ এপ্রিল, এপ্রিল শাওয়ারস ডে। যুক্তরাষ্ট্রের ‘ওয়ানটুথ্রি গ্রিটিংস ডটকম’ নামের একটি অনলাইনভিত্তিক অভিবাদন কার্ড নির্মাতা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।
ন্যাশনাল টুডে ডটকম অবলম্বনে