অ্যামাজন ফেসবুক মাইক্রোসফট ও টেসলা প্রতি মিনিটে কত আয় করছে

0
189
অ্যামাজন, ফেসবুক, মাইক্রোসফট ও টেসলা

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার প্রলম্বিত হচ্ছে, সাপ্লাই চেইন তথা সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চিপের ঘাটতিও প্রকট হয়ে উঠছে। ঠিক এমন পরিস্থিতিতেই কিনা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে সেই দেশের ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সর্বোচ্চ পরিমাণে আয় করেছে। বিশ্বের তৃতীয় শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতি জেফ বেজোসের কোম্পানিটি বছরের প্রথম ৩ মাসে প্রতি মিনিটে ৯ লাখ ৮৩ হাজার ২৪ মার্কিন ডলারের বেশি আয় করেছে।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আর বিল গেটসের মাইক্রোসফটও এবার আয়ে প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে বড় চমক দেখিয়েছে। খবর দ্য ন্যাশনাল বিজনেসের

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেছেন, ব্যাংক খাতের টালমাটাল অবস্থার কারণে বিনিয়োগকারীরা প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে ঝুঁকেছেন। ফলে এই খাতের শেয়ারদর বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে ১৩৮টি কোম্পানির মধ্যে প্রায় ৮১ শতাংশেরই আয় প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে।

বিজয় ভালেচা বলেন, ২০২২ সাল অস্থিতিশীলতায় কাটলেও চলতি বছরের শুরু থেকেই মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। সব মিলিয়ে ২০১২ সালের পর এবারই বছরের প্রথম তিন মাসে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো সর্বোচ্চ পরিমাণে আয় করেছে।

চলতি বছরের প্রথম তিন মাসে প্রতি মিনিটে কোন প্রযুক্তি কোম্পানি কী পরিমাণ আয় করেছে, তা নিচে তুলে ধরা হলো:

অ্যামাজন
অ্যামাজন চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতি মিনিটে ৯ লাখ ৮৩ হাজার ২৪ ডলারের বেশি আয় করেছে। ৩ মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে ১২ হাজার ৭৪০ কোটি ডলার। বিশ্লেষকদের অনুমান ছিল, এই সময়ে অ্যামাজন ১২ হাজার ৪৫০ কোটি ডলার আয় করবে। চলতি বছরের শুরু থেকে অ্যামাজনের শেয়ারের দাম ২৮ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার এটির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ১৩ ট্রিলিয়ন বা ১ লাখ ১৩ হাজার কোটি ডলার।

অ্যালফাবেট
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট প্রতি মিনিটে ৫ লাখ ৩৮ হাজার ৫৮০ মার্কিন ডলারের বেশি আয় করেছে। প্রতিষ্ঠানটির ক্লাউড ইউনিট প্রথমবারের মতো লাভজনক হয়ে উঠেছে। কোম্পানিটির প্রথম ৩ মাসের বিক্রি ৬ হাজার ৯৮০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অবশ্য বিশ্লেষকদের অনুমান ছিল, কোম্পানিটি ৬ হাজার ৮৯০ কোটি ডলার আয় করবে। বছরের শুরু থেকে অ্যালফাবেটের শেয়ারের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার এই কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ৩৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৩৭ হাজার কোটি ডলার।

মাইক্রোসফট
মাইক্রোসফট গত ৩ মাসে প্রতি মিনিটে ৪ লাখ ৮ হাজার ১৭৯ ডলার আয় করেছে। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল, বছরের প্রথম ৩ মাসে এই প্রতিষ্ঠানের আয় হবে ৫ হাজার ১০২ কোটি ডলার। কিন্তু বাস্তবে কোম্পানিটি আয় করেছে ৫ হাজার ২৯০ কোটি ডলার। মাইক্রোসফটের শেয়ারের দাম গত বছরের তুলনায় আলোচ্য ৩ মাসে ২৭ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার মাইক্রোসফটের বাজারমূল্য বেড়ে হয় ২ দশমিক ২৭ ট্রিলিয়ন বা ২ লাখ ২৭ হাজার কোটি ডলার।

মেটা
বিশ্বের ১৬তম অতিধনী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুকের মূল কোম্পানি মেটা গত ৩ মাসে প্রতি মিনিটে ২ লাখ ২০ হাজার ৬৭৯ ডলারের বেশি আয় করেছে। ৩১ মার্চ পর্যন্ত ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ও মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ২০৪ কোটি ও ২৯৯ কোটি। টানা তিন প্রান্তিকে আয় কমে যাওয়ার পর এ বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে। এই প্রান্তিকে মেটা সব মিলিয়ে ২ হাজার ৮৬০ কোটি ডলার আয় করেছে। চলতি বছরের শুরু থেকে মেটার শেয়ারদর ৯১ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ৬১ হাজার ১৯৯ কোটি ডলার।

টেসলা
বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা এ বছরের প্রথম ত্রৈমাসিকে ৪ লাখ ২ হাজার ৮৭৫টির বেশি যানবাহন সরবরাহ করেছে। এ সময়ে কোম্পানিটি প্রতি মিনিটে ১ লাখ ৭৯ হাজার ৭৮৩ ডলারের বেশি আয় করেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩০ কোটি ডলার ছাড়িয়েছে, যা বিশ্লেষকেরা ২ হাজার ৩২০ কোটি ডলার হবে বলে আশা করেছিলেন। কোম্পানিটি চলতি বছরে ১৮ লাখ গাড়ি তৈরি করে আয়ে ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৪৮ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার এটির বাজারমূল্য বেড়ে হয় ৫০ হাজার ১৯৫ কোটি ডলার।

আইবিএম
এ বছরের প্রথম তিন মাসে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) প্রতি মিনিটে আয় করেছে ১ লাখ ১০ হাজার ৩৩৯ ডলার। ৩ মাসে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ কোটি ডলার। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ লাখ ১৫ হাজার কোটি ডলার।

নেটফ্লিক্স
বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং কোম্পানি নেটফ্লিক্স চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮১৬ কোটি ডলার আয় করেছে। গত তিন মাসে তাদের গ্রাহকসংখ্যা ৫ শতাংশ বেড়েছে। এই সময়ে কোম্পানিটি প্রতি মিনিটে উপার্জন করেছে ৬২ হাজার ৯৬২ ডলার। বছরের শুরু থেকে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দাম ১০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এই কোম্পানির বাজারমূল্য ১৪ হাজার ৪৮৫ কোটি ডলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.