৫৪ লাখ টাকায় বিক্রি হলো হ্যারি পটার সিরিজের দুর্লভ বই

0
16
হ্যারি পটার সিরিজের বইয়ের প্রথম সংস্করণছবি: রেয়ার বুক অকশনস-এর ওয়েবসাইট থেকে নেওয়া

হ্যারি পটার সিরিজের বইয়ের একটি দুর্লভ প্রথম সংস্করণ ৩৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৫৪ লাখ টাকার সমান।

ক্রিস্টিন ম্যাককুলোচ নামের এক নারী গত শতকের নব্বইয়ের দশকে তাঁর ছেলে অ্যাডামের জন্য ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ শিরোনামের বইয়ের একটি কপি কিনেছিলেন।

ক্রিস্টিন ম্যাককুলোচ বলেন, তিনি ১৯৯৭ সালে যুক্তরাজ্যের স্ট্রাটফোর্ড-আপন-অ্যাভন শহরের একটি দোকান থেকে মাত্র ১০ পাউন্ড দিয়ে বইটি কিনেছিলেন। তিনি ভাবতেই পারেননি যে ৩০ বছর পর বইটির দাম এত (৩৬ হাজার পাউন্ড) হবে।

গতকাল বুধবার যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডে অনুষ্ঠিত এক নিলামে বইটির বিরল প্রথম সংস্করণ বিক্রি হয়। ক্রেতার প্রিমিয়ামসহ এক ব্যক্তি বইটি মোট ৪৫ হাজার পাউন্ডে কিনে নেন।

নিলামকারী প্রতিষ্ঠানের তথ্যমতে, ১৯৯৭ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ শিরোনামের বই প্রথম ছাপা হয়। প্রথম সংস্করণে ৫০০ কপি ছাপা হয়েছিল। এই সংস্করণের একটি বিরল কপি ম্যাককুলোচ পরিবারের কাছে ছিল।

যুক্তরাজ্যের ডার্বিশায়ারের বাসিন্দা অ্যাডাম ম্যাককুলোচ বলেন, চেস্টারফিল্ডে তাঁর পরিবারের পুরোনো বাড়ির সিঁড়ির নিচের একটি আলমারিতে বইটি পড়ে ছিল।

ম্যাককুলোচ পরিবার ২০২০ সালে করোনা মহামারি কারণে জারি করা লকডাউনের সময় বইটির সম্ভাব্য ‘মূল্য’ সম্পর্কে প্রথম জানতে পারে।

অ্যাডাম ম্যাককুলোচ বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁরা তাজ্জব বনে যান।

১৯৯৭ সালে বইটি কেনার মুহূর্ত সম্পর্কে জানাতে গিয়ে ক্রিস্টিন ম্যাককুলোচ বলেন, তাঁরা বইয়ের দোকানে যান। ১০ পাউন্ড দিয়ে বইটি কেনেন। তাঁর ছেলে অ্যাডাম বইটি ভীষণ পছন্দ করছিলেন। হ্যারি পটার সে সময় মুগ্ধতা ছড়ানো শুরু করেছিল। এখনো সারা বিশ্বের শিশুদের কাছে হ্যারি পটার মুগ্ধতা ছড়াচ্ছে।

অ্যাডাম বলেন, তাঁদের মনে হয়েছে, বইটির প্রথম সংস্করণ অন্যদের পড়ার সুযোগ করে দেওয়ার এখনই সঠিক সময়।

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.