১৫ আগস্ট ৩২ নম্বরে গিয়ে হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

0
23
এম এ মমিন পাটোয়ারী

ঢাকার ধানমন্ডি ৩২ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।

আজ শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মমিন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহসম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সদস্য ছিলেন।

গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আজ মমিন পাটোয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এম এ মমিন পাটোয়ারী ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্র জানায়, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। তিনি ডায়াবেটিস ও হৃদ্‌রোগেও আক্রান্ত ছিলেন। তাঁর মরদেহ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.