চট্টগ্রাম নগরের মাঝির ঘাটের একটি হিমাগার (কোল্ড স্টোরেজ) থেকে ২৫ টন জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জেলা প্রশাসন অভিযান চালিয়ে এ কে খান কোল্ড স্টোরেজ থেকে এই জাটকা জব্দ করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
জাটকা জব্দের এ ঘটনায় কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান প্রতীক দত্ত।
১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ২০০৩ সালের মত্স্য সংরক্ষণ আইন অনুযায়ী, প্রতি বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ।
জেলা প্রশাসন সূত্র জানায়, জব্দ করা জাটকা সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১টি প্রতিষ্ঠান, ৯টি মাদ্রাসা ও এতিমখানা, ৩টি মন্দির এবং স্থানীয় গরিব শ্রমিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।