স্যাম অল্টম্যানের এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন স্টিভ জবসের স্ত্রী লরেন

0
20
স্যাম অল্টম্যান ও লরেন পাওয়েল জবস (ডানে) ছবি: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আলোচিত চ্যাটজিপিটি চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান একটি নতুন প্রতিষ্ঠান চালু করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন যন্ত্র তৈরি করবে প্রতিষ্ঠানটি। এ জন্য ১০০ কোটি মার্কিন ডলারের তহবিলও সংগ্রহ করা হবে। এরই ধারাবাহিকতায় স্যাম অল্টম্যানের এআই প্রতিষ্ঠানে বড় ধরনের বিনিয়োগ করছেন অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস ও অ্যাপলের সাবেক ডিজাইনার জনি আইভ।
 
লরেন পাওয়েল জবস নারী উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত। শিক্ষা, অভিবাসন ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করা এমারসন কালেকটিভ প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে লরেন পাওয়েলের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বের অন্যতম ধনী নারী লরেন পাওয়েল জবস স্যাম অল্টম্যানের এআই প্রতিষ্ঠানে কত অর্থ বিনিয়োগ করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
 
গত বছরের অক্টোবর মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিভিন্ন যন্ত্র তৈরির ধারণার কথা জানিয়েছিলেন স্যাম অল্টম্যান। সে সময় নতুন প্রতিষ্ঠান চালুর বিষয়ে তিনি বলেন, আমি মনে করি এআই প্রযুক্তিনির্ভর যন্ত্র তৈরি করা সম্ভব। সব বড় ও নতুন প্রযুক্তি কিছু নতুন কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করে। অনেক ধারণা আছে কিন্তু সবই একেবারে প্রাথমিক পর্যায়ে।
 
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে এআই যন্ত্রের চাহিদা দ্রুত বাড়ছে। স্যাম অল্টম্যানের আগে হিউম্যান নামের আরেকটি স্টার্টআপ এআই যন্ত্র তৈরির করছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হিউম্যান এরই মধ্যে এআই পিন নামের একটি যন্ত্র তৈরি করেছে। তবে বাজারে আনার পর ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায়নি যন্ত্রটি।
জাহিদ হোসাইন খান
 
সূত্র: বিজনেস ইনসাইডার

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.