স্ন্যাপচ্যাট ব্যবহার করে শতাধিক শিশুকে ফাঁদে ফেলেন ফিনল্যান্ডের যৌন নিপীড়নকারী

0
156
সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে

ফিনল্যান্ডে এক যৌন নিপীড়নকারীকে গতকাল বৃহস্পতিবার কারাদণ্ড দিয়েছেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে শতাধিক শিশুকে ফাঁদে ফেলেছিলেন তিনি।

জেসে এর্ককোনেন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ১২০ মেয়েশিশু অভিযোগ করেছিল। তাদের বেশির ভাগেরই বয়স ১২ থেকে ১৬ বছর।

দক্ষিণাঞ্চলীয় ফিনল্যান্ডের পিরকানমা আদালতে ২৭ বছর বয়সী এর্ককোনেনের বিরুদ্ধে শুনানি হয়। শুনানিতে বলা হয়, স্ন্যাপচ্যাট ব্যবহার করে কিশোরীদের সঙ্গে কথা বলতেন তিনি। তাদের নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বলতেন।

জেসে এর্ককোনেনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন, প্রতারণা, হুমকি, গাঁজাসংশ্লিষ্ট অপরাধসহ মোট ১৯০টি অভিযোগ আনা হয়েছে। তাঁকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভুক্তভোগীদের বেশির ভাগই ভালকিয়াকোস্কি এবং আশপাশের এলাকার বাসিন্দা।
এর্ককোনেন তাঁর ভুক্তভোগীদের কাউকে কাউকে দেখা করার জন্য এবং যৌন সম্পর্কের জন্য রাজিও করিয়েছিলেন। তাদের অর্থকড়ি, অ্যালকোহল, তামাক ও গাঁজা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হতো। পরে ওই কিশোরীদের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।

একটি ঘটনায় এর্ককোনেন ১১ বছর বয়সী এক শিশুকে বলেছেন, সে যেন তার সাত বছর বয়সী বোন ও তার বন্ধু নগ্ন হয়ে গোসল করার সময় তাদের ভিডিও করে।

আদালতের রুলে বলা হয়, বাদীদের কেউ কেউ বলেছে, এর্ককোনেন তাদের বয়স জিজ্ঞাসা করতেন। তারা যখন বলত যে তাদের সম্মতি জানানোর বয়স হয়নি, তখন এর্ককোনেন বলতেন, এতে তার কিছু যায় আসে না।

এর্ককোনেন বেশির ভাগ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এমন ঘটনা তিনি মনে করতে পারছেন না।

২০২১ সালে ভুক্তভোগীদের মধ্যে ১০ জন তাদের স্কুল কাউন্সেলরকে এসব ব্যাপারে অবহিত করার পর ঘটনাগুলোর কথা সামনে এসেছে।

২০২১ সাল থেকে এর্ককোনেন নিরাপত্তা হেফাজতে ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.