স্ত্রী ভোটকেন্দ্রে, দুই মাসের ছেলে কোলে নিয়ে বাইরে আরাফাত

0
159
স্ত্রী ভোটকেন্দ্রে গেছেন। স্বামী এস এম আরাফাত হোসেন ছেলেকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরের পিটিআই কেন্দ্রের সামনে

দুই মাসের ফুটফুটে শিশু ঘুমিয়ে আছে বাবার কোলে। বাবার হাতে ছোট্ট একটি চার্জার ফ্যান। প্রচণ্ড গরমের মধ্যে শিশুটি যেন স্বস্তিতে থাকে সে জন্য এই ব্যবস্থা। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে আজ সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরের পিটিআই কেন্দ্রের সামনে এমন দৃশ্য চোখে পড়ে। নগরের ২৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন পিটিআইতে ৪টি ভোটকেন্দ্র রয়েছে।

শিশুটির নাম আব্রাহাম হোসেন। তার বাবা এস এম আরাফাত হোসেন বলেন, তাঁদের বাড়ি পূর্ব বানিয়া খামার এলাকায়। সকাল সাড়ে আটটার দিকে তিনি এসে ভোট দিয়ে গেছেন। ভোটের সার্বিক পরিবেশ ভালো দেখে স্ত্রীকে নিয়ে এসেছেন ভোট দিতে। বাড়িতে কেউ না থাকায় ছেলেকে সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে।

দুই মাসের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা। সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরের পিটিআই কেন্দ্রের সামনে
দুই মাসের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বাবা। সোমবার বেলা ১১টার দিকে খুলনা নগরের পিটিআই কেন্দ্রের সামনে

এস এম আরাফাত হোসেন বলেন, ২০১৮ সালে প্রথম ভোট দিয়েছেন তিনি। তবে তাঁর স্ত্রী সৌদি আক্তার এবারই প্রথম ভোট দিচ্ছেন। কেন্দ্রের মধ্যে ঢোকা যাবে না, তাই ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন।

প্রচণ্ড গরম পড়ছে উল্লেখ করে আরাফাত হোসেন বলেন, গরম ও ছেলের কথা চিন্তা করলে স্ত্রীর ভোট দেওয়া হতো না। স্ত্রীর প্রথম ভোট, তাই তাঁকে বঞ্চিত না করে ভোট দিতে নিয়ে এসেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.