১৯৬৪ সালে হানিফ মোহাম্মদকে দিয়ে শুরু। এরপর ইন্তিখাব আলম, মুশতাক মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, জহির আব্বাস, ইমরান খান, ওয়াসিম আকরামের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফর করেছে পাকিস্তান দল। কেউই অস্ট্রেলিয়ার মাটিতে দলটিকে টেস্ট সিরিজ জেতাতে পারেননি। হাল আমলের ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল-হক, আজহার আলীরাও ব্যর্থ হয়েছেন।
পূর্বসূরিরা যা পারেননি, সেটাই করে দেখানোর প্রতিশ্রুতি নিয়ে এবার পাকিস্তান দলকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন শান মাসুদ। তাও আবার ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর অনেক অদলবদলের মধ্যে দিয়ে যাওয়া ‘ভাঙাচোরা’ একটি দল নিয়ে। প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মাসুদ। অস্ট্রেলিয়ার মাটিতে যথারীতি আরেকটি টেস্ট সিরিজেও নাকানিচুবানি খেয়েছে পাকিস্তান।
তিন টেস্টের সিরিজে সব কটি ম্যাচই হেরেছে মাসুদের দল। তিন বা এর চেয়ে বেশি টেস্টের সিরিজে এই নিয়ে অস্ট্রেলিয়ার কাছে সপ্তমবারের মতো ধবলধোলাই হলো পাকিস্তান। এর মধ্যে ৬টিই অস্ট্রেলিয়ার মাটিতে। সব মিলিয়ে হেরেছে টানা ১৭টি টেস্ট।
ফলটা একতরফা। তবে সেই একতরফা সিরিজ রেকর্ড কম উপহার দেয়নি।