‘সবচেয়ে বাজে বিশ্বকাপ এবারই’, সাকিবের স্বীকারোক্তি

0
232
সাকিব আল হাসান

সাকিব আল হাসান সবকিছু মেনে নেওয়ার মতো মানুষ কোনো দিনই ছিলেন না। অতীতে অনেক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে দ্বিমত করতে দেখা গেছে তাকে। তিনিই কিনা গতকাল ভালো ছেলের মতো সংবাদ সম্মেলনে বেশির ভাগ প্রশ্নের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন। সাদরে অনেক কিছু মেনেও নিলেন। মূলত, বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি শান্ত করে দিয়েছে সাকিব আল হাসানকে।

সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। কিন্তু টানা পাঁচ হারে সেই স্বপ্ন মলিন হয়ে গেছে। অধিনায়ক সাকিব আল হাসান তো স্বীকার করলেন, এটাই দেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্স। নেদারল্যান্ডসের বিপক্ষে হারটিও বাংলাদেশ দলের সবচেয়ে বাজে হার হিসেবে আখ্যাও দিলেন। অথচ এই বিশ্বকাপ নিয়ে আশার ঝাণ্ডা উড়িয়ে ছিলেন সাকিব নিজেই। তার চোখে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল দেশের মানুষ। সেই স্বপ্নের মৃত্যু ঘটাল নেদারল্যান্ডসের কাছে পরাজয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, এখন পর্যন্ত ধরলে এটাই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না? উত্তরে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এবং আমি দ্বিমত করবো না।’

সাকিবের মতে, তারা যা পারেন এর কিছুই এখন পর্যন্ত করতে পারেননি। এমন পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ না করে তিনি বলেন, ‘কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমরা যে ১৫ জন আসছিলাম, এর থেকেও ভালো আমাদের দল। আমরা যা পারি তার কিছুই করতে পারিনি।’

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হবে ১১ নভেম্বর। এ সময়ের ভেতরে আর তিনটি ম্যাচ খেলতে হবে তাদের– পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। নেদারল্যান্ডসের কাছে হারের পর এখন আর ঘুরে দাঁড়ানোর কথাও বলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক। সাকিবের মতে, ‘সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের হাতে। তবে খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং ভালোভাবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারি। খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.