শুক্রাণু দান করে ৫৫০ সন্তানের বাবা, থামার আদেশ দিলেন আদালত

0
157
জনাথন

শুক্রাণু দানের মাধ্যমে সাড়ে পাঁচশোর বেশি সন্তানের বাবা হওয়ার অভিযোগে এক ডাচ যুবককে শুক্রাণু দান থামাতে আদেশ দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। জনাথন নামের ওই ৪১ বছর বয়সি ব্যক্তি ফের শুক্রাণু দানের চেষ্টা করলে তাকে প্রতিবার শুক্রাণু দানের জন্য ১ লাখ ১০ হাজার ইউরো জরিমানা করা হতে পারে।

দ্য হেগের একটি আদালত আদেশ দিয়েছেন, জনাথন যেসব ক্লিনিকে শুক্রাণু দান করেছেন সেগুলোর তালিকা যেন দেওয়া হয় এবং তার দান করা সমস্ত শুক্রাণু যেন নষ্ট করে ফেলা হয়।

ডাচ স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা ১২টি পরিবারে ২৫ জনের বেশি শিশুর বাবা হতে পারবেন না। সম্ভাব্য অজাচার এবং শিশুর মানসিক রোধ করতে দেশটির স্বাস্থ্য নির্দেশিকায় এ আদেশ দেওয়া হয়েছে।

তবে আদালত বলেছেন, ২০০৭ সালে শুক্রাণু দান শুরু করার পর থেকে এ পর্যন্ত জনাথন ৫৫০ থেকে ৬০০ শিশুর বাবা হয়েছেন।

২০১৭ সালে জানা যায়, জনাথন ১০০-র বেশি শিশুর বাবা হয়ে গেছেন শুক্রাণু দান করে। তখনই তাকে নেদারল্যান্ডসের ফার্টিলিটি ক্লিনিকগুলোতে শুক্রাণু দান করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু জনাথন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশে ও অনলাইনে শুক্রাণু দান চালিয়ে যান।

শুক্রাণু দানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের অধিকার নিয়ে কাজ করা একটি ফাউন্ডেশন এবং তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া এক শিশুর মা জনাথনের বিরুদ্ধে আদালতে এ অভিযোগ আনেন।

আদালতের মুখপাত্র গার্ট-মার্ক স্মেল্ট বলেন, ‘ব্যাপার হচ্ছে, শত শত সৎ ভাই ও সৎ বোনের এই আত্মীয়তার নেটওয়ার্কটি অনেক বেশি বড়।’

আদালত জনাথনকে শুক্রাণু দান এবং দানের জন্য সম্ভাব্য বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.