ফটোশুটের ফাঁকে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং লিখেছেন, ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে রাকুলকে নিয়ে থাকল আরও তথ্য।

ফটোশুটের জন্য গোলাপি রঙের শাড়ি আর ব্লাউজে নিজেকে সাজিয়েছেন রাকুল প্রীত সিং, ছবি: ইনস্টাগ্রাম

মেকআপ নেওয়ার ছলে রাকুলের ছবিটি ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী দীপক দাস, ছবি: ইনস্টাগ্রাম

গত বছর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিংয়ের। চলতি বছর ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘ছত্রীওয়ালি’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনিছবি: ইনস্টাগ্রাম

তামিল সিনেমা ‘ইন্ডিয়ান ২’ ও ‘আয়ালান’–এ অভিনয় করেছেন রাকুল, ছবি: ইনস্টাগ্রাম