রাশিয়ায় কানাডার নতুন নিষেধাজ্ঞা, প্রতিশোধের হুমকি মস্কোর

0
126
কানাডার পতাকা, ছবি: রয়টার্স ফাইল ছবি

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও প্রতারণার ওপর ভর করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছেন। রাশিয়া তাদের অপপ্রচার কার্যক্রমে দেশটির তারকা তথাকথিত সংবাদ প্রতিষ্ঠানগুলোকে নিযুক্ত করেছে। ক্রেমলিনের কথাগুলোকে প্রতিধ্বনিত করতে এবং ইউক্রেনজুড়ে যে নৃশংস কর্মকাণ্ড চলছে তার ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টায় তারা কাজ করছে।

ইউক্রেনের পক্ষে সবচেয়ে সরব অবস্থানে থাকা দেশগুলোর একটি কানাডা। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দেশটি রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের প্রায় ৪ হাজার মানুষ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কানাডায় নিযুক্ত রুশ দূত ওলেগ স্তেপানভ বলেছেন, এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো পাল্টা ব্যবস্থা নেবে। রুশ বার্তা সংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, বর্তমান কানাডীয় কর্তৃপক্ষের সব অবন্ধুত্বসুলভ কর্মকাণ্ডের বিরুদ্ধে জবাব দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.