থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি গ্রেপ্তার

0
105
সাত বাংলাদেশি গ্রেপ্তার হওয়া নিয়ে থাই গণমাধ্যম দ্য থাইগার-এর প্রতিবেদন, ছবি: স্ক্রিনশট

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে গতকাল রোববার সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাই-বাছাই এড়াতে বৌদ্ধভিক্ষুর বেশ ধরেছিলেন। থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার আজ সোমবার এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বেনামি সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কর্তৃপক্ষ বলছে, গ্রেপ্তার সাত ব্যক্তির সবাই পুরুষ। তাঁরা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাঁদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে যাওয়া ও কর্তৃপক্ষের চোখ এড়াতে তাঁরা এই কৌশল নিয়েছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৪৬ বছর। তিনি এই দলের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন।

অনুসন্ধানে কর্তৃপক্ষ জানতে পেরেছে, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে। তারা মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।

থাইল্যান্ডের দ্য পাতায়া নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার সাত ব্যক্তির চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া।

খবরে বলা হয়, সাত ব্যক্তির সঙ্গে সাধারণ পোশাক ছিল। তা ছাড়া তাঁরা যে বৌদ্ধভিক্ষু, তার সপক্ষে কোনো প্রমাণ তাঁদের কাছে ছিল না। এই বিষয় উদ্‌ঘাটনের পর তাঁদের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্তে পৌঁছায় যে তাঁরা তাঁদের দাবি অনুযায়ী, বৌদ্ধভিক্ষু নয়। গ্রেপ্তার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.