যেসব ব্যাংকে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন টাকার নোট পাওয়া যাবে

0
182
বাংলাদেশ ব্যাংক নতুন টাকা

বাংলাদেশ ব্যাংক সব সময়ই ঈদ সামনে রেখে টাকার নতুন নোট ছাড়ে। এবারও তা–ই করবে। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় টাকার নতুন নোট ছাড়বে। সে অনুযায়ী আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের বখশিশ দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।

বাংলাদেশ ব্যাংক নতুন টাকা
বাংলাদেশ ব্যাংক নতুন টাকা

বাংলাদেশ ব্যাংক নতুন টাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.