তদন্ত কমিটির ডাকে তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী। পাবনার গ্রামের বাড়ি থেকে বাবাকে সঙ্গে নিয়ে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন ভুক্তভোগী। পরে দুইজন সহকারী প্রক্টরের তত্ত্বাবধানে তাকে দেশরত্ন শেখ হাসিনা হলে নিয়ে যাওয়া হয়। হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমের নির্দেশে তিনি ক্যাম্পাসে আসেন।
ক্যাম্পাসে এসে গণমাধ্যমকর্মীদের ভুক্তভোগী বলেন, ‘আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তদন্তের স্বার্থে আমি প্রভোস্ট স্যারের ডাকে ক্যাম্পাসে এসেছি। যতবার ডাকবে ততবার আসব, তবুও অন্যায়কারীদের সর্বোচ্চ শাস্তি চাই আমি। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়।’
এ দিকে তদন্তের কাজে ক্যাম্পাসে এসেছেন হাইকোর্টের নির্দেশনায় গঠিত কমিটি। বুধবার দুপুর ১২টার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় প্রক্টরের কার্যালয়ে সোয়া একটা পর্যন্ত অবস্থান করেন। পরে ঘটনাস্থল দেশরত্ন শেখ হাসিনা হলে যান। তবে তদন্ত শেষ হওয়ার পূর্বে তারা সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, এর সর্বোচ্চ শাস্তি চাই আমি।’