রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হতে পারে: এফবিসিসিআই

0
70
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন

রাজস্ব আয়ের যে বিশাল লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জন করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, মনে হয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ২০৪১ সাল এবং এলডিসি গ্রাজুয়েশনকে মাথায় রেখে বাজেট ঘোষণা করেছেন। সেখানে চ্যালেঞ্জ অবশ্যই আছে, রাজস্ব আদায় করা চ্যালেঞ্জ হতে পারে। রাজস্ব না আসলে ব্যয় করাটা কঠিন হবে। তবে রাজস্ব বাড়াতে এক জায়গায় সীমাবদ্ধ না থেকে জাল বিস্তৃত করতে হবে। সহজে যেসব জায়গা থেকে কর আদায় করা যায়- ভ্যাট সোর্স, অগ্রিম আয়কর (এআইটি), অ্যাডভান্স ভ্যাট, এগুলো কম করে বরং নতুনদের কারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ২৩৪ টি পণ্য থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আবার ১৯১টি পণ্যে রেগুলেটরি ট্যাপ বা নিয়ন্ত্রণমূলক কর আরোপ করা হয়েছে। এটি স্থানীয় কারখানার জন্য খুব বেশি সহায়ক হবে না। এটা ঠিক হয়নি। এতে আমদানি বেড়ে যেতে পারে।

এছাড়া বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.