রাজশাহীতে সহকারী ভারতীয় হাই-কমিশনারের কার্যালয়ে ভারতীয় ভিসার আবেদন করতে এসে আপ্পু সাইদ নামে একজন গ্রেপ্তার হয়েছেন। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয় দেন। সোমবার এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আপ্পু যশোরের কোতোয়ালি থানার আব্দুল সাঈদের ছেলে।
জানা যায়, ভারতীয় সহকারী হাই-কমিশনারের কার্যালয়ে ভিসার জন্য আবেদন করেন আপ্পু। এসময় তিনি নিজেকে মেজর জেনারেল পরিচয় দেন। তবে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি নিজেকে মেজর জেনারেল প্রমাণ করতে ব্যর্থ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
রাজশাহীতে সহকারী ভারতীয় হাই-কমিশনার মনোজ কুমার জানান, আপ্পা সাইদ নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে ভারতীয় ভিসা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন তাকে কার্যালয়ে আসতে বলা হয়। তার কথা বার্তায় সন্দেহ হলে, পুলিশকে জানানো হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের প্রমাণ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।