ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

0
130
ভারতের মুম্বাইয়ে দেশটির দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন

ভারতের মুম্বাইয়ে দেশটির দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১২ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘মুম্বাই ট্রান্স হারবার লিংক’ প্রকল্পের অন্তর্গত এই সেতুটি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামাঙ্কিত। নাম ‘সেওয়ারি-নবসেবা অটল সেতু’। প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ (সংযোগ সড়কসহ) এই সমুদ্র সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লাখ ৭৮ হাজার টন ইস্পাত। ছয় লেনের এই সেতুর মাধ্যমে প্রায় দেড় ঘণ্টার যাত্রাপথ কমে ২০ মিনিটে দাঁড়িয়েছে।

সেতুটির মাধ্যমে নবি মুম্বই বিমানবন্দর ও মুম্বই বিমানবন্দরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি জওয়াহেরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহনে সুবিধাও মিলবে। মুম্বাই থেকে পুনে, গোয়া ও কর্ণাটক যাত্রারও সময় কমবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলেছে, অটল সেতু হলো ভারতের প্রথম সমুদ্র সেতু, যেখানে একটি উন্মুক্ত রোড টোলিং সিস্টেম প্রয়োগ করা হয়েছে। এতে যানবাহনগুলো না থেমে, প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে টোল বুথের মধ্য দিয়ে যেতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.