বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

0
11
সুবর্ণা মুস্তাফা

দেশের বাইরে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেয়া হলো অভিনেত্রী ও আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। শনিবার (৩০ নভেম্বর) ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি। তবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটকে দেয়। পরে যোগাযোগ করে গোয়েন্দা সংস্থার সাথে। তাদের কিছু বিষয় নিয়ে আপত্তি থাকায় সুবর্ণাকে আপাতত বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়।

এরইমধ্যে বিভিন্ন মাধ্যমে খবর রটে, অভিনেত্রীকে আটক করা হয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

পরে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করেন সুবর্ণা মুস্তাফার সঙ্গে। তিনি সুস্থ এবং নিরাপদে আছেন উল্লেখ করলেও বিমানবন্দরে তার সাথে কী হয়েছিল, সে বিষয়ে কথা বলতে চাননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.