বিজয়ের সেঞ্চুরি, নাঈম-আফিফের ব্যাটে বিশাল সংগ্রহ আবাহনীর

0
131
ডিপিএলে বিজয়ের সেঞ্চুরি। ছবি: আবাহনীর ফেসবুক পেজ থেকে নেওয়া

রান হয় না মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে! এই কথাটা সব সময় সত্য নয়। রীতি মতো রান প্রসবা উইকেটও আছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে বৃহস্পতিবার ডিপিএলের ম্যাচে ব্রাদাস ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেড ৩৭২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে।

শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আবাহনী। দুই ওপেনার আনামুল হক বিজয় এবং নাঈম শেখ ১৫৭ রান যোগ করেন। নাঈম ফিরে যাওয়ার আগে খেলেন ৭৩ বলে ৮৪ রানের ইনিংস। ১২টি চার ও একটি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁ-হাতি ব্যাটার। তিনে নামা মাহমুদুল হাসান (৪) রান পাননি।

তবে জাতীয় দলের জার্সিতে অফ ফর্ম যাওয়া আফিফ হোসেন চার নেমে ভালো ইনিংস খেলেছেন। আফিফের সঙ্গে জুটি জমার আগে অবশ্য সাজঘরে ফেরেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১২৪ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে ছয়টি চার মারলেও তিনি ছক্কা তোলেন ছয়টি।

আফিফ খেলেন ৬৫ রানের ইনিংস। তিনি ৪৭ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭ বলে ৪৬ রানের ঝড় দেখান। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। জাকের আলী ১১ বলে যোগ করেন ২৬ রান। তিনটি ছক্কা তার ব্যাট থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.