কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার ২৪ বছর পর মেয়েকেও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লুলু আল মারজান (৪০) পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী। তিনি ওই ইউনিয়নের গয়ালমারা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে মারজানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের জমি দখল-বেদখল নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে মারজানকে বাড়িতে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত ও আটকে অভিযান চলছে জানিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
নিহতের ভাই মো. শফিউল্লাহ তুহিন বলেন, গতকাল রাতে মারজানের সন্তান ঘরে লেখাপড়া করেছিল। মারজান রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। এ সুযোগে প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে তার সহযোগীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
জমি দখল নিয়ে জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে কয়েক যুগ ধরে বিরোধ চলছে জানিয়ে শফিউল্লাহ তুহিন বলেন, এই বিরোধের জেরে ১৯৯৯ সালে আমার বাবা আলমগীরকে হত্যা করেছিল প্রতিপক্ষের লোকজন। ২৪ বছর পর একই বিরোধের জেরে আমার বোনকে কুপিয়ে হত্যা করেছে তারা।