তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ হবে আজ শনিবার। এদিন দুপুরের পর কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই সমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বেলস পার্কে জড়ো হচ্ছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে তারা সমাবেশস্থল ও এর আশপাশে জড়ো হচ্ছেন।
শনিবার সকাল ১০টায় বেলস পার্কে গিয়ে দেখা যায়, মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রস্তুত করা হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান করছেন।
এদিকে বেলস পার্ক থেকে আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে শনিবার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গণমাধ্যমকে জানান, সারাদেশে বর্তমান সরকারের আমলে প্রায় ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য এ সমাবেশে হবে জনসমুদ্র।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ছাত্রদল তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। ইনশাআল্লাহ, শান্তিপূর্ণভাবে তারুণ্যের সমাবেশ করতে পারব।’