বন্দরে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

0
363
বন্দর

দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দরে অবস্থিত ব্যাংক শাখা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধে এ-সংক্রান্ত নির্দেশনা গতকাল মঙ্গলবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

বর্তমানে শুধু চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত বন্দর সংশ্নিষ্ট সব ব্যাংক শাখা সার্বক্ষণিক খোলা থাকে। আর অন্যান্য বন্দরে সাপ্তাহিক ছুটির দিন শুক্র, শনিবারসহ সব দিন ব্যাংক খোলা থাকে। তবে ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালিত হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর খোলা থাকে ৬টা পর্যন্ত। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংকগুলো চাইলে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) যে কোনো শাখা খোলা রাখতে পারে।

সংশ্নিষ্টরা জানান, পণ্য খালাস নিরবচ্ছিন্ন রাখতে সব বন্দর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত হয়। গত ১২ মে সচিব সভার সিদ্ধান্তের আলোকে এখন থেকে বন্দরে কাস্টমস ও ব্যাংকিং কার্যক্রম সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বন্দর চালু রাখার মতো ব্যাংক শাখা ও বুথও সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.