বড় জয়ের রাতে রিয়ালে আনচেলত্তির ‘জরুরি অবস্থা’ ঘোষণা

0
149
লা লিগায় শীর্ষে ওঠার রাতে আরও একজন খেলোয়াড়কে চোটে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, এএফপি

৩৮ বছর বয়সী লুকা মদরিচের দারুণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে ৪-১ ব্যবধানে। ভিয়ারিয়ালের বিপক্ষে পাওয়া যে জয় রিয়ালকে তুলে দিয়েছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু দিন শেষে তবু অস্বস্তিতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচেই হাঁটুর এসিএল চোটে ছিটকে গেছেন ডেভিড আলাবা।

এ নিয়ে চার মাসের মধ্যে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় এসিএল চোটে পড়লেন। বাকি দুজন গোলকিপার থিবো কোর্তোয়া এবং এদের মিলিতাও। দীর্ঘ ক্যারিয়ারে এত দ্রুত সময়ে একই দলের তিনজনকে এই চোটে পড়তে দেখেননি বলে জানিয়েছেন রিয়াল কোচ। ‘এসিএল থাবা’য় পড়ে রিয়ালকে এখন জানুয়ারির দলবদলেই জরুরি ভিত্তিতে ডিফেন্ডার খুঁজতে হতে পারে বলেও জানান আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল চারটি করেন জুড বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ ও মদরিচ। গোল করার পাশাপাশি মদরিচ একটি গোলে সহায়তাও করেছেন। চোটে পড়া আলাবাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় ৩৫ মিনিটে। অস্ট্রিয়ান এই সেন্টার ব্যাক জটলার মধ্যে বলের দখল নিতে গিয়ে হাঁটুতে চোট পান।

মৌসুমে রিয়ালের তৃতীয় খেলোয়াড় হিসেবে এসিএল চোটে পড়েছেন ডেভিড আলাবা
মৌসুমে রিয়ালের তৃতীয় খেলোয়াড় হিসেবে এসিএল চোটে পড়েছেন ডেভিড আলাবা, এক্স

পরে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর ডেভিড আলাবার বাঁ হাঁটুতে এসিএল ধরা পড়েছে। সামনের কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার হবে।’ ম্যাচের পর রিয়াল কোচকে আলাবার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়নি। এটা খুবই দুঃখজনক। কারণ, আরও একজন খেলোয়াড় আমরা চোটে হারিয়ে ফেললাম। চার মাসের মধ্যে তিনজন খেলোয়াড়কে এসিএল চোটে পড়তে আমি কখনোই দেখিনি। এটা অবিশ্বাস্য। কিন্তু কিছুই করার নেই।’

আলাবার আগে গত ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এসিএল চোট পান মিলিতাও, যা ব্রাজিলিয়ান সেন্টার ব্যাককে অন্তত ৯ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। মিলিতাওয়ের তিন দিন আগে বেলজিয়ান গোলকিপার কোর্তোয়ারও এসিএল চোটের কথা জানায় রিয়াল। তাঁকেও কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ছন্দে ছিলেন লুকা মদরিচ
ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ছন্দে ছিলেন লুকা মদরিচ, এএফপি

চলতি মৌসুমের বাকি সময়ের জন্য রক্ষণ শক্তিশালী করতে নতুন খেলোয়াড় দরকার রিয়াল মাদ্রিদের। জানুয়ারির দলবদলে তাই জরুরি ভিত্তিতে ডিফেন্ডার খোঁজা হতে পারে বলে ইঙ্গিতও দিয়েছেন আনচেলত্তি, ‘যেসব গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে ভুগছে, তাদের বদলি হিসেবে এমন কিছুই একমাত্র উপায়। দেখি সামনের দিনগুলোয় কিছু একটা করা যায় কি না।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে চোট থেকে ফিরেছেন অঁরেলিয়ে চুয়ামেনি। এই ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডারকে আপাতত রক্ষণে আরও একটু নিচে নামিয়ে খেলানোর কথাও ভাবছেন আনচেলত্তি, ‘আমাদের হাতে চুয়ামেনিই এখন সেরা বিকল্প। এই জায়গাটায় ও খেলে না। কিন্তু জরুরি অবস্থায়, যেটায় আমরা এখন আছি, সে খেলতে পারে। (একাডেমি খেলোয়াড়) মারভেল আমাদের সঙ্গে অনুশীলন করেছে, কিন্তু সেও এখন চোটে। বড়দিনের পরে কিছু করা যায় কি না দেখি।’

রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ বৃহস্পতিবার আলাভেজের বিপক্ষে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.