ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। এই সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে উভয় লেনে মোট ৪২ হাজার ৫৬০টি যানবাহন চলাচল করেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে যানবাহন চলাচল করেছে ৪২ হাজার ৫৬০টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৪ হাজার ৮১৭ এবং ঢাকামুখী লেনে চলেছে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন। মোটরসাইকেল পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি। পূর্ব টোল প্লাজায় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজায় ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো সমস্যা ছাড়াই যানবাহনগুলো সেতু পার হচ্ছে। এই ঈদযাত্রা শেষ পর্যন্ত স্বস্তির হবে।