সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিল র্যাব। সেই মামলায় ওই শিক্ষার্থীকে আড়াই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আজ বুধবার এই রায় দেন। এই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন ওই শিক্ষার্থী। পরে তাঁর বিরুদ্ধে দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ২৯ ধারায় মামলা হয়। ওই মামলায় ২০২২ সালে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আজ বুধবার আদালত রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, তাঁর মক্কেল ইতিমধ্যে আড়াই বছর কারাভোগ করেছেন।